মাইক্রো ফ্রিল্যান্সিং কোর্স শুরু করার আগে আমাদের যা জানা দরকার – মাইক্রো ফ্রিল্যান্সিং কি এবং আমরা কেন কোর্সটি করব?
মাইক্রো ফ্রিলান্সিং একেবারে নতুন কিছু নয় এটা ফ্রিলান্সিং এর শুরুর অংশও বলা যায়। মাইক্রো ফ্রিলান্সিং হচ্ছে আমরা যখন আউটসোর্সিং এর মাধ্যমে যে কাজ করি তার মূল্য ০.২$-১৫$ এর মধ্যে থাকে এবং তুলনামূলক কাজগুলো সহজ হয়। মাইক্রো ফ্রিলান্সিং কাজ করতে কম সময় এর প্রয়োজন হয়। এই সকল কাজের মূল্যায়ন হয় তাৎক্ষণিক বা মিনিমাম সময়ের মধ্যে। আউটসোর্সিংএ এই ধরণের কাজের ক্ষেত্রে কম্পিটিশন কম থাকে, বিট করে কাজ নেবার প্রয়োজন হয় না। যেটা আপওয়ার্ক বা ফ্রিলান্সিং এর ক্ষেত্রে দরকার হয়। অধিকাংশ ট্রেনিংএ আমরা লক্ষ্য করি আমাদেরকে বড় বড় প্লাটফর্ম গুলো ফলো করে কাজ শিখানো হয়। যার ফলশ্রুতিতে আমাদের অনেক সময় ও অর্থ চলে যায় শিখতে শিখতেই।
কিন্তু আমরা যারা বেকার তারাইতো ফ্রিলান্সিং করতে আসি যার অধিকাংশেরই এই অর্থের যোগান থাকে না। ফলে আমরা ফ্রিলান্সিং থেকে ড্রপআউট হয়ে যায় ।
EGPeek.com এই বিষয় নিয়েই কাজ করছে, কিভাবে মাইক্রো ফ্রিলান্সিং প্রশিক্ষণ নিয়ে সার্টিফাইড হয়ে কোন কোন প্লাটফর্মে ছোট ছোট কাজ করে রেগুলার একটা ইনকামের মাধ্যমে নিজেকে দক্ষ ফ্রিলান্সার হিসাবে গড়ে তোলা যায়। আমাদের লক্ষ্য অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে ফ্রিলান্সিং বা আউটসোর্সিং নয় বরং সঠিক গাইডলাইন নিয়ে সঠিক উপায়ে কাজ করে আয় করা। ট্রেনিং চলাকালিন সময় থেকেই আর্নিং শুরু করতে পারবেন।
After completing the course students will become an expert Micro Worker. They will be certified in-
and many more.
Class: 01, 02 & 03: Fundamental of Micro Freelancing & Outsourcing
Class: 04, 05 & 06: Computer Basic with MS Word/Excel
Class: 07 & 08: Usage of Internet & Net Browsing
Class: 09, 10 & 11: How to Earn Online
Class: 12, 13 & 14: Digital Marketing All In one
Class: 15, 16 & 17: Earn Money on Blog/ Website
Class: 18, 19 & 20: Basic Graphic Design
Class: 21, 22 & 23: Micro Job Working
Class: 24, 25 & 26: EGPeek.com Working Details
Class: 27-30: Problem Solving, Exam & Starting work
Join our Facebook Community