Description
মাইক্রো ফ্রিলান্সিং কোর্স শুরু করার আগে আমাদের যেটা জানা দরকার – মাইক্রো ফ্রিল্যান্সিং কি এবং আমরা কেন কোর্স করব?
মাইক্রো ফ্রিলান্সিং একেবারে নতুন কিছু নয় এটা ফ্রিলান্সিং এর শুরুর অংশও বলা যায়। মাইক্রো ফ্রিলান্সিং হচ্ছে আমরা যখন আউটসোর্সিং এর মাধ্যেমে কোন কাজ করি যার মূল্য ০.২$-১৫$ এর মধ্যে থাকে এবং তুলনামূলক কাজগুলো সহজ হয় এবং কাজ করতে কম সময় এর প্রয়োজন হয়। এই সকল কাজের মূল্যায়ন হয় তাৎক্ষণিক বা মিনিমাম সময়ের মধ্যে। আউটসোর্সিং এই কাজের ক্ষেত্রে কম্পিটিশন কম থাকে বা বিট করে কাজ নেবার প্রয়োজন হয় না। যেটা আপওয়ার্ক বা ফ্রিলান্সিং এর ক্ষেত্রে দরকার হয়। অধিকাংশ ট্রেনিং এর সময় আমরা লক্ষ্য করি আমাদেরকে বড় বড় প্লাটফর্ম গুলোকে ফলো করে কাজ শিখানো হয়। ফলশ্রুতিতে আমাদের অনেক সময় ও অর্থ চলে যায় শিখতে শিখতেই।
কিন্তু আমরা যারা বেকার তারাইতো ফ্রিলান্সিং করতে আসি যার অধিকাংশেরই এই অর্থের যোগান থাকে না। ফলে যা হবার তাই হয় আমরা ফ্রিলান্সিং থেকে ড্রপআউট ।
আমরা এই বিষয় নিয়েই কাজ করছি। কিভাবে মাইক্রো ফ্রিলান্সিং প্রশিক্ষণ নিয়ে সার্টিফাইড হয়ে কোন কোন প্লাটফর্মে ছোট ছোট কাজ করে রেগুলার একটা ইনকামের মাধ্যমে নিজেকে দক্ষ্ ফ্রিলান্সার হিসাবে গড়ে তোলা যায়। আমাদের লক্ষ্য অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে ফ্রিলান্সিং বা আউটসোর্সিং নয়, সঠিক গাইডলাইন নিয়ে সঠিক উপায়ে কাজ করে আয় করা।
